বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২২:২১

চাঁদপুর সদর মডেল থানায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর মডেল থানায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মদের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় থানার ওসির কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, আমাদের সময়ের প্রতিনিধি এমএ লতিফ, চ্যানেল-২৪-এর প্রতিনিধি আল-ইমরান শোভন, সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, যমুনা টিভির প্রতিনিধি ইব্রাহীম রনি, এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা, দাবি এবং প্রত্যাশার কথা তুলে ধরেন। নবাগত ওসি ফয়েজ আহম্মদ সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি থানার সেবাকে জনগণের আরও কাছে নিয়ে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেন। সভায় সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়