প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২২:১৩
হাজীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসির মতবিনিময়

হাজীগঞ্জে কর্মরত
|আরো খবর
গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন হাজীগঞ্জ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আব্দুল জব্বার বলেন, সেবা করার জন্যে এই থানায় এসেছি। যতদিন আমার রিজিক রয়েছে, ততদিন এখানে থাকবো। তবে আপনাদেরসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলার উন্নয়ন সম্ভব নয়। তাই আমাকে আপনারা সততার সাথে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে চেষ্টা করবো।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, মেহেদী হাছান, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, যুগ্ম সম্পাদক গাজী নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, দপ্তর সম্পাদক আলমগীর কবির, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, প্রেসক্লাবের কার্যকরী সদস্য হাসান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, কবির আহমেদ, সম্মানিত সদস্য কামাল হোসেন, এসএম মিরাজ মুন্সী, রেজাউল করিম নয়ন, জহিরুল ইসলাম জয়, সাংবাদিক মজিবুর রহমান রনি, জসিম রহমান প্রমুখ। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং থানার অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।







