শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১৯:১৭

কচুয়ায় পদ্মা সাংস্কৃতিক সংঘের পরিচিতি সভা

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় পদ্মা সাংস্কৃতিক সংঘের পরিচিতি সভা

'সংস্কৃতি সুন্দর মনের বিকাশ ঘটায়' এই প্রতিপাদ্যে কচুয়া উপজেলায় 'পদ্মা সাংস্কৃতিক সংঘ' নামে নতুন সাংস্কৃতিক সংগঠনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেলে রহিমানগর বাজারে ক্যাফে বন্দী শাহী রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত পরিচিতি ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি আকবর হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মহিউদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পদ্মা সাংস্কৃতিক সংঘের প্রধান উপদেষ্টা মো. তাবারক উল্যাহ।

তিনি বলেন, কচুয়ার ঐতিহ্যবাহী সংগঠন ঝিলমিল সাংস্কৃতিক সংঘটি আমাদের সকলের প্রিয় ফরহাদ চৌধুরীর হাত ধরে গড়ে উঠে এবং তাঁর পরামর্শ ও দিকনির্দেশনায় সংগঠনটি দীর্ঘদিন পরিচালিত হয়। গত বছর তাঁর অকাল মৃত্যুতে সংগঠনের শিল্পীরা হতাশ এবং দিকহারা হয়ে পড়ে। কচুয়ার সাংস্কৃতিক কর্মীদেরকে টিকিয়ে রাখার জন্যে আমরা 'পদ্মা সাংস্কৃতিক সংঘ' গঠন করেছি। আজ এর পরিচিতি সভা। অনুষ্ঠানের শুরুতে আমরা সাংস্কৃতিক কর্মী ফরহাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেছি। পাশাপাশি পদ্মা সাংস্কৃতিক সংঘটি যেনো সফলভাবে পরিচালিত হয় তার জন্যে সকলের সহযোগিতা কামনা করছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল হোসেন, নজরুল ইসলাম তালুকদার ও আজিজ আহমেদ মানিক।

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন শিল্পী মোহন ও ইউনুছ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়