প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ২১:৩৮
মতলব উত্তরের দুর্গাপুরে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ

মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল থেকে সারাদিনব্যাপী এই কর্মসূচি সম্পন্ন হয়। দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতৃবৃন্দ এ লিফলেট বিতরণ করেন।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন। তিনি বলেন, “ঈমানদার যুদ্ধ করে আল্লাহর পথে, আর কাফেরেরা যুদ্ধ করে তাগুতের পথে। তাগুত মানে—মানুষ নিজের তৈরি আইন মানুষের ওপর প্রয়োগ করে।”
আরো বক্তব্য রাখেন মতলব উত্তর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলাউদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি মো. জমির খান, বাইতুল মাল সম্পাদক মো. ফয়েজ আহমেদ, আব্দুল লতিফ লিটন প্রমুখ।