প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৪১
ফরিদগঞ্জে তৃপ্তি সাহার মিথ্যা মামলার অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলায় তৃপ্তি সাহা নামে এক নারীর মিথ্যা মামলার অত্যাচার থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন জানিয়ে গণস্বাক্ষর প্রদান করেন।
|আরো খবর
স্থানীয়দের অভিযোগ, ওই নারী দীর্ঘদিন ধরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে এলাকার সাধারণ মানুষকে নির্যাতন করে আসছে। এসব মামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের মানিকরাজ গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হিন্দু-মুসলিম নির্বিশেষে এলাকার শত শত মানুষ অংশ নেন। তারা রাস্তার দু পাশে দাঁড়িয়ে তৃপ্তি সাহা চৈতি নামের এই নারীর বিরুদ্ধে বিচার দাবি করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী তার বিরুদ্ধে মিছিল বের করেন, তার ছবিতে জুতা দিয়ে আঘাত করেন এবং এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত তিন বছর ধরে এই নারী বিভিন্ন সময় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকাবাসীর বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছেন। এ পর্যন্ত তিনি এলাকার হিন্দু ও মুসলিমদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করেছেন। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলেই তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি তার হাতে হিন্দু ও মুসলমানরা শারীরিক ও মানসিক নির্যাতনেরও শিকার হচ্ছেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা আরো জানান, তৃপ্তি সাহা আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দেয় যে, কেউ তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললে নারী নির্যাতন বা ধর্ষণ মামলা দিয়ে ফাঁসিয়ে দেবে। তারা এখন নিরূপায় হয়ে মানববন্ধন করছে। এলাকাবাসী তার অত্যাচার থেকে মুক্তি চায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আবু সায়েদ, বাদল ঢালী, খোরশেদ আলম, আব্দুস সাত্তার, রতন সাহা, রাজু সাহা, মনু মিয়াসহ অনেকে।
উল্লেখ্য, তৃপ্তি সাহার বিরুদ্ধে অভিযোগ দিতে গিয়ে হিন্দু অধ্যুষিত এ এলাকার অসংখ্য হিন্দু নারী পুরুষ লজ্জাবোধ করেন। তারা এই তৃপ্তি সাহার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলে তাকে ধিক্কার দিতে দেখা যায়। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার মানুষের সাথে অশালীন আচরণ করতেন। তার এসব অত্যাচারের বিরুদ্ধে হিন্দু নেতারাও প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে চাইলে তিনি কাউকে কোনো তোয়াক্কা করেননি। মানববন্ধনের মাধ্যমে তৃপ্তি সাহার এহেন আচরণে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এলাকাবাসী জেলা প্রশাসক, পুলিশ সুপার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন। প্রশাসনিকভাবে এখনই কোনো ব্যবস্থা না নিলে এ এলাকায় যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মানববন্ধনে বক্তারা বলেন।