প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২১:২০
চাঁদপুর-৩ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম নিয়ে সদর উপজেলা ও পৌর বিএনপির আলোচনা সভা
জনগণের সঙ্গে ধানের শীষের বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে
-----অ্যাড. সলিম উল্যাহ সেলিম

নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম নিয়ে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
|আরো খবর
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী
বিএনপির সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক সবাইকে প্রস্তুত থাকতে হবে। জনগণের কাছে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বিএনপিকে শক্তিশালী করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারাই বিএনপির মূল চাবিকাঠি। আগামীদিনে দেশনায়ক তারেক রহমানকে ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ ও তারেক রহমানের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে বিএনপির ধানের শীষের বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে।
অ্যাড. সেলিম আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে আপনাদেরকে এখন থেকেই কাজ করতে হবে। আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কারণে আপনি নিজে ও দল ক্ষতিগ্রস্ত হন। বিএনপির পাশাপাশি প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। বিশেষ করে মহিলা দলকে আরো শক্তিশালী হতে হবে।
তিনি বলেন, আপনারা ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফার কথা তুলে ধরবেন। যাতে মানুষ ৩১ দফা সম্পর্কে জানতে পারে এবং আগামীদিনে তারেক রহমানের কর্ম-পরিকল্পনা সম্পর্কে জনগণ জানতে পারে।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী। সভার শুরুতে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, সাবেক দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ঈমান আলী মিয়াজী, মহিলা দলের নেত্রী নাসরিন আক্তার, শাহানারা সানু, ফারজানা লাকীসহ নেতৃবৃন্দ।
এছাড়া চাঁদপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫টি ওয়ার্ড নেতৃবৃন্দ এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির ১৪
ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদেরকে ধানের শীষের পক্ষে জনমত তৈরি করা ও ধানের শীষের ভোট চাওয়া এবং ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফার কথা তুলে ধরার লক্ষ্যেই এ সভা অনুষ্ঠিত হয়।