শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৯:৫২

জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে

খেলাফত আন্দোলন মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী

খেলাফত আন্দোলন মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেছেন, পবিত্র কোরআন অবমাননাকারীর দ্রুত বিচার, শাপলা চত্বর ও জুলাই ২৪-এর শহীদদের রাষ্ট্রীয় মর্যাদাসহ খেলাফত আন্দোলন ঘোষিত ৭ দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকা মহানগর আমির মুফতি মাহবুবুর রহমান, অ্যাড. জয়নাল আবেদীন বকুল ও মুফতি আবুল হাসান কাসেমী।

খেলাফত আন্দোলনের ৭ দফা দাবি সমূহ :

১.জুলাই সনদের ভিত্তিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, ২. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, ৩. নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে, ৪. ২০১৩ সালের শাপলা গণহত্যা ও ২০২৪-এর গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দ্রুত দৃশ্যমান করতে হবে। ৫. বিগত ২৪-এর আন্দোলনকারীদের ন্যায় ২০১৩ সালের শাপলা চত্বরে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা দিতে হবে, ৬. বিগত সরকারগুলোর আমলে দেশ থেকে বিদেশে পাচারকৃত সকল অর্থ ফেরত আনতে হবে এবং ৭. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়