বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৯

ফরিদগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনায় ইউএনও সুলতানা রাজিয়া

প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক

প্রবীর চক্রবর্তী।।
প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক

'একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এ শ্লোগান নিয়ে ফরিদগঞ্জে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রবীণদের মাঝে ভাতা বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় প্রবীণরা এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। সামাজিক অবক্ষয় রোধে তাদের পরামর্শগুলো আমাদের কাজে দেয়। কারণ প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। তাঁদের জীবনের অভিজ্ঞতা ও অবদান সমাজের সম্পদ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা যাতে কোনোভাবেই আমাদের অবহেলার শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা যেনো ভুলে না যাই আজ আমরা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছি, তাদেরও একদিন প্রবীণদের কাতারে চলে যেতে হবে। তাই প্রবীণদের নিরাপত্তা, তাদের শারীরিক মানসিকসহ সর্ব বিষয়ে আমাদের যত্নবান হতে হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, প্রবীণদের মধ্যে মাওলানা ওবায়েদ উল্যাহ ও হিতেশ চন্দ্র শর্মা।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, কৃষি সম্প্রচারণ কর্মকর্তা ফাহিম হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের আইসিটি সম্পাদক গাজী মমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১০জন প্রবীণ নারী-পুরুষের হাতে ভাতা বই তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়