বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৬

জেলা আইনজীবী সমিতিতে নেতৃবৃন্দের সাথে বিচারপতি আহমেদ সোহেলের সাক্ষাৎ

আদালত প্রতিবেদক।।
জেলা আইনজীবী সমিতিতে  নেতৃবৃন্দের সাথে বিচারপতি আহমেদ সোহেলের সাক্ষাৎ
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বুধবার দুপুরে আইনজীবীদের সাথে সাক্ষাতে মিলিত হন বিচারপতি আহমেদ সোহেল।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে আইনজীবী নেতৃবৃন্দের সদস্য সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫ ) দুপুরে জেলা জজ আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি আইনজীবী সমিতিতে আসেন। তিনি সমিতি ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন ব্যাপারে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদি, জিপি অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী অ্যাড. আহসান হাবীব, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. মাহমুদুল হাসান কবিরসহ আইনজীবীরা।

বিচারপতি আহমেদ সোহেল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর আসেন এবং মঙ্গলবার ও বুধবার দুদিন চাঁদপুর জেলা জজ আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ বিভিন্ন এজলাসে বিচারিক কার্যক্রম দেখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়