মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৯

এম এ হান্নানকে বিএনপির মনোনয়ন প্রদানের দাবিতে ফরিদগঞ্জে পৌর বিএনপির মিছিল-সমাবেশ

প্রবীর চক্রবর্তী
এম এ হান্নানকে বিএনপির মনোনয়ন প্রদানের দাবিতে ফরিদগঞ্জে পৌর বিএনপির মিছিল-সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি তথা ধানের শীষের প্রার্থী হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন প্রদানের দাবিতে মিছিল-সমাবেশ করেছে ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মঞ্জিল হোসেনের নেতৃত্বে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কয়েক হাজার নারী-পুরুষ মিছিলে অংশ নেন। মিছিলটি ফরিদগঞ্জ বাজার হয়ে কালিরবাজার চৌরাস্তা ঘুরে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

বাসস্ট্যান্ডে এসে সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম নজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জামাল হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান পাটোয়ারী।

বক্তারা বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও আপামর জনসাধারণের জন্যে এম এ হান্নান এক অবিচ্ছেদ্য নাম। উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে তিনি আছেন। বিএনপির দুর্দিনে তিনি গত ১৭ বছর পাশে ছিলেন। উন্নয়নের অপর নাম তিনি। এম এ হান্নানের বিকল্প এম এ হান্নানই। তাই বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের আবেদন— আমরা কোনো বিকল্প চাই না। এম এ হান্নানকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমরা চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়