বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩

রামগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক  সভা

লক্ষ্মীপুরের রামগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষের সভাপতিত্বে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারী, রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, জামাতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার আমির ও সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি সমীর রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক লিটন সাহা সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় রামগঞ্জ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গসহ ছাত্র প্রতিনিধি উপস্থিত থেকে স্ব স্ব বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও রামগঞ্জ যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ প্রত্যেক দুর্গা মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। এ সময় বক্তারা সবাইকে নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পূজা উদযাপন করার আহ্বান জানান ও সকল ধরনের প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়