প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ২২:২৪
পালবাজার ব্যবসায়ী সঞ্চয় সমিতির দু বছরপূর্তি উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা
আমার সকল দৃষ্টি, কর্ম ও উদ্দেশ্য--দল মত নির্বিশেষে মানুষের সেবা করা
---আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

চাঁদপুর শহরের প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র পালবাজার ব্যবসায়ী সঞ্চয় সমিতির দু বছরপূর্তি উপলক্ষে পালবাজার ব্যবসায়ী ও সমিতির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) রাতে বাজারের বকুলতলায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন। এ সময় তিনি বলেন, আমি আমার বড়ো ভাইয়ের হাত ধরে ব্যবসায় এসেছি। ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হবার হবার জন্যে এই পালবাজারে সর্বস্তরের ব্যবসায়ীদের সহযোগিতা ছিলো। পালবাজার আমার ব্যবসার জায়গা, হৃদয়ের স্পন্দন। সুতরাং পালবাজারকে অস্বীকার করতে পারবো না। এই বাজারের ব্যবসায়ীদের কোনোভাবে উপকার করতে পারলে আমি মনে করি আমি আমার দায়িত্ব পালন করছি। ব্যবসায়ীরা যেই ধর্মের বর্ণের রাজনীতির হোন না কেনো, রাজনীতির উদ্দেশ্য মানুষের সেবা করা। রাজনীতির মধ্য দিয়ে যতোদিন বেঁচে থাকি মানুষের সেবা করে যাবো। সুতরাং আমার সকল দৃষ্টি, কর্ম ও উদ্দেশ্য--দল মত নির্বিশেষে মানুষের সেবা করা। তিনি পালবাজার ব্যবসায়ীদের বিরাজমান সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন ।
|আরো খবর
পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. হারুনুর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফরুদ্দিন মাস্টারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পালবাজারের এক সময়ের ব্যবসায়ী পরিবারের সদস্য অ্যাড. দেবাশীষ কর মধু, প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান হাওলাদার, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সেকুল, পালবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, ব্যবসায়ী স্বপন মজুমদার, মাহবুবুর রহমান, মফিজ হাওলাদার, জাহাঙ্গীর খান প্রমুখ।
এছাড়া ব্যবসায়ী মজিবুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফজলুল হকসহ সমিতির সকল পর্যায়ের ব্যবসায়ী এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বকুলতলা কাঁচাবাজারের রাস্তা, বাজারের ভেতর ছাদ ভেঙ্গে পড়াসহ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।