প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২১:২১
ফরিদগঞ্জে বিএনপির সদস্য ফরম পূরণ-নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানে মোতাহার পাটওয়ারী
আসুন সবাই মিলে সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ি

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সদস্য ফরম পূরণ-নবায়ন উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী।
|আরো খবর
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের সঞ্চালনায় ফরিদগঞ্জ কলেজের সাবেক ভিপি ও ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপকের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন, ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, নারী নেত্রী শারমিন করিম প্রমুখ।