প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ২০:৩৯
মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে অভিযান
৬ জন আটক, ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মতলব উত্তর উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করার নিমিত্তে নৌপুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ৬ জনকে আটক করা হয়েছে। রোববার (২ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অবৈধ বালু উত্তোলন বন্ধে মোহনপুর, ষাটনল ও কালীপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
|আরো খবর
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী আটককৃত একটি ড্রেজার ও একটি বাল্কহেডের তিন জনকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও অবশিষ্ট একটি ড্রেজার ও একটি বাল্কহেড সহ ৩ জনকে নিয়মিত মামলা প্রদানের নিমিত্ত নৌ-পুলিশের হেফাজতে প্রেরণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বা প্রাকৃতিক সম্পদের ক্ষতি করে এমন কোনো কার্যক্রমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন। আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।








