রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২১:৩৫

কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি।
কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

'সাম্য ও সমতায়, দেশ গড়বে সবাই’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কচুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালিশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

উপজেলা সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক শাখাওয়াত হোসেন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

এবারের ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে সমবায়ে বিশেষ অবদান রাখার জন্যে দুজন সমবায়ীকে উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা প্রদান করা হয়। সমবায় সংগঠনের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ, যারা সমবায় দিবসের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়