বুধবার, ১৬ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২১:৫০

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

'বিএনপির সাথে ঝগড়া করার মতো কোনো দল বাংলাদেশে নেই'

স্টাফ রিপোর্টার ॥
'বিএনপির সাথে ঝগড়া করার মতো কোনো দল বাংলাদেশে নেই'
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশের খণ্ডচিত্র।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর আন্দোলন করে আমরা নতুন করে স্বাধীন দেশ পেয়েছি। আমাদের এই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতে কয়েকটি কুচক্রী মহল সক্রিয় হয়েছে। তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশের এমন কোনো দল নেই, যারা বিএনপির সাথে ঝগড়া করে পারবে। বিএনপির সাথে ঝগড়া করার মতো কোনো দল বাংলাদেশে নেই।

মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অত্যন্ত ধৈর্যের সাথে ১৭ বছর অতিবাহিত করেছেন। সামনে আমাদের কঠিন এবং চ্যালেঞ্জিং সময়। আমাদের প্রত্যেকটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে। আজকে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, কীসের কারণে? যে একটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, তার জন্যে বিএনপির সর্বমহল থেকে নিন্দা জানানো হয়েছে। বিএনপির প্রত্যেকটি ইউনিটকে বলে দেওয়া হয়েছে চাঁদাবাজ, ধান্দাবাজ এবং কুচক্রী মহল থেকে সতর্ক থাকার জন্যে।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে অনেক নেতাকে বহিষ্কার করেছেন। অনেককে সতর্ক করেছেন। শেখ হাসিনা অনেক দম্ভ করেছিলো। আজকে সে কোথায়? বিএনপির আন্দোলনের কারণে সে দেশ ছেড়ে পালিয়েছে। বেলাল হোসাইন আরো বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক দল সারা দেশে মব সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তাদের এসব ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম বলেন, সারা বাংলার মানুষ আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, জামাত-শিবির-স্বৈরাচার, তোমাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকুন। শেখ হাসিনার স্থান দিল্লিতে হয়েছে। তোমাদের স্থান বাংলার মাটিতে কোনো কালেই ছিল না। তোমাদের স্থান হবে পাকিস্তানে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝির সভাপতিত্বে ও সদস্য সচিব সামছুল আরেফিনের সঞ্চালনায় জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চুসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এদিন নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ছাড়াও ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়