মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:৫১

মতলব উত্তরে জমি দখল ও প্রাণনাশের হুমকি : নিরাপত্তাহীনতায় এক পরিবার

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে জমি দখল ও প্রাণনাশের হুমকি : নিরাপত্তাহীনতায় এক পরিবার

মতলব উত্তরে গজরা ইউনিয়নের টরকীকান্দা গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে একই এলাকার একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মো. মনির হোসেন ও তার স্ত্রী রুবি বেগম মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর : ৩৯৩, তারিখ : ০৮/০৭/২০২৫) করেছেন এবং আদালতে ১৪৫ ও ১০৭/১১৭(সি) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী মনির হোসেন (৫৮) জানান, তিনি ২০০৪ সালে আইনানুগভাবে টরকী এওয়াজ মৌজার সাবেক খতিয়ান ১৪৮৪ ও বর্তমান খতিয়ানে ২৬২৮ নাম্বারে ১.৮১ একর জমি রেজিস্ট্রি দলিলমূলে কিনে খাজনা প্রদানপূর্বক মালিক হিসেবে দখলে রয়েছেন। কিন্তু একই গ্রামের কবির প্রধানীয়া, দুলাল, সাত্তার, জাহাঙ্গীর, আলমগীরসহ অন্তত নয়জন দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। গত ৭ জুলাই ২০২৫ ভোর ৬টার দিকে অভিযুক্তরা তার মালিকানাধীন জমিতে জাল দিয়ে বেড়া দেয় এবং দখল নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে মারধরের জন্যে তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্ষা করেন।

ভুক্তভোগীর ভাষ্য, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়েছে যে, তারা পরিবারসহ খুন করে লাশ গুম করে ফেলবে।

মনির হোসেন বলেন, আমার ছেলেমেয়েরা বাড়িতে থাকে না। আমি আর স্ত্রী মিলে দুজন একা থাকি। অভিযুক্তরা বারবার জমি দখলের চেষ্টা করছে। জীবনের নিরাপত্তা নিয়ে আমরা চরম উৎকণ্ঠায় ভুগছি। স্থানীয়দের নিয়ে একাধিকবার সালিস হলেও তারা মানেনি।

এ বিষয়ে মনির হোসেনের স্ত্রী রুবি বেগম বলেন, ২৭ জুন সকাল ১০টায় অভিযুক্তরা আমাকে দেখে তেড়ে আসে, মারধর করতে উদ্ধত হয়। আবার ৫ জুলাই সকালের দিকে হাতুড়ি, চাপাতি, ছেনী নিয়ে বাড়িতে এসে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আশেপাশের লোকজন না থাকলে তারা আমাকে মেরে ফেলতো।

ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর বাবুরহাট ক্যাম্প ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে মতলব উত্তর থানায় নিরাপত্তার আবেদন করেছেন এবং আদালতের আশ্রয় নিয়েছেন।

এ প্রসঙ্গে এসআই শাহাদাত হোসেন বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী থানায় এসে জিডি করেছেন। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, টরকীকান্দা এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দু পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। কয়েকবার সামাজিকভাবে সালিস হলেও তা ব্যর্থ হয়। এখন আইন-আদালতের মাধ্যমে সমাধানের আশায় রয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে তারা যে কোনো সময় বড়ো ধরনের ক্ষতির শিকার হতে পারেন। তাই তারা জোর দাবি জানিয়েছেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এ দিকে বিবাদীপক্ষের কবির হোসেন জানান, উল্লেখিত সম্পত্তি আমাদের বৈধভাবে ক্রয়কৃত। আমরা আমাদের মালিকানাধীন জমিতে অবস্থান নিয়েছি। এখন যেহেতু প্রতিপক্ষ আদালতের আশ্রয় নিয়েছেন, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সুষ্ঠু সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়