প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:১৯
চাঁদপুর প্রেসক্লাব রোডের বেহাল দশা
পৌরসভার নিকট দ্রুত ব্যবস্থাগ্রহণের দাবি

চাঁদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ‘প্রেসক্লাব রোডে'র উত্তরাংশ দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হয় বড়ো বড়ো গর্ত, জমে থাকে কাদা আর পানি। ফলে এই সড়কে চলাচল করতে গিয়ে রিকশা, ভ্যান, মোটরসাইকেল চালক ও পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, সড়কের পাশের একটি ভবনের পানি নিষ্কাশনের পাইপ ভেঙ্গে যাওয়ায় এবং লিকেজের কারণে কয়েকদিন পরপর রাস্তায় পানি জমে যায়। এতে রাস্তায় তৈরি হচ্ছে নতুন নতুন ছোট-বড়ো গর্ত। বৃষ্টির সময় বা একটু ভারী বৃষ্টি হলেই পুরো সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। একদিকে রাস্তার কাদা, অন্যদিকে গর্তের পানির কারণে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে প্রতিনিয়ত।
এ সড়ক দিয়েই প্রতিদিন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের রোগীরা, চাঁদপুর প্রেসক্লাবের সদস্যরা, কালেক্টরেট স্কুল, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীরা যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় ভোগান্তি বেড়েই চলেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, রাস্তায় কাদা-পানি জমে থাকার কারণে ক্রেতারা দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন, এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, প্রতিদিন কাদার কারণে দোকান পরিষ্কার করতে হিমশিম খেতে হয়। ক্রেতারা আগের মতো আর আসে না। আমরা অনেকবার পৌরসভার নিকট অভিযোগ করেছি, কিন্তু সমাধান হয়নি।
এলাকাবাসীর দাবি, পৌরসভার উচিত দ্রুত ওই ভবনের পানি নিষ্কাশন পাইপ মেরামত করে সঠিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং রাস্তা পুনর্নির্মাণ বা সংস্কার করা। কেননা চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সড়কের এমন বেহাল অবস্থা শুধু ভোগান্তিই নয়, শহরের সৌন্দর্য এবং সুনামকেও ক্ষুণ্ন করছে।
স্থানীয়রা জানান, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে দুর্ভোগের মাত্রা ভয়াবহ আকার ধারণ করবে। তাই চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থাগ্রহণ করে জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘব করা হোক।