সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২৩:৩১

এসএসসির ফলাফলে সাফল্যের বীজ বুনেছে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা

মুহাম্মদ আরিফ বিল্লাহ।।
এসএসসির ফলাফলে সাফল্যের বীজ বুনেছে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা

মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের বীজ বুনেছে। উপজেলায় ফলাফলে শীর্ষ স্থান দখল করেছে স্কুলটি। এসএসসি পরীক্ষায় এই প্রথম অংশগ্রহণ করে এই স্কুলের শিক্ষার্থীরা। মোট ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ জন জিপিএ-৫ সহ মোট ৩৬ জন উত্তীর্ণ হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ফলাফলে শিক্ষার্থীদের সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন। তিনি প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণকে গভর্নিং বডির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, এ সাফল্যে উচ্ছ্বসিত কেএফটি পরিবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়