রবিবার, ০৬ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   শ্বাসরুদ্ধকর ম্যাচের জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৫:৪৩

শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি।।
শাহরাস্তি উপজেলা যুব  রেড ক্রিসেন্ট টিমের  বৃক্ষরোপণ

'আসুন পরিবেশ বাঁচাই, বেশি করে গাছ লাগাই, একটি গাছ কাটার আগে দশটি গাছ লাগাই' এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৪ জুলাই ২০২৫) শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় ও টামটা দাখিল মাদ্রাসা চত্বরে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের আজীবন সদস্য, শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্টের প্রধান উপদেষ্টা, সাংবাদিক নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এইচ. এম. বদিউজ্জামান ভূইয়া, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম, শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের উপদেষ্টা চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. শাহপরান প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্টের

দলনেতা গাজী নাবিদ ইশতিয়াক সহ

আবদুল্লাহ নাবিদ, মেহেরাব হোসেন শান্ত, শাহরিয়ার নাফিজ,

আরাফাত হোসেন,

রাকিব হোসেন,

জাহিদ হাসান, মারুফ মজুমদার,

চয়নসহ যুব সদস্যবৃন্দ।

বৃক্ষরোপণ শেষে উপস্থিত অতিথিরা বলেন, ক্ষণিকের জীবনে ভালো কাজের বিকল্প নেই। আসুন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি যুব রেড ক্রিসেন্টের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি। শিক্ষার পাশাপাশি প্রতিদিন অন্ততপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ভাল কাজ করি। বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ বনায়ন গড়ে তুলি। গাছের চারা লাগালেই শুধু হবে না, গাছের পরিচর্যা করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়