প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২০:৪৪
খেলাফত মজলিস কুমিল্লা জোনের মতবিনিময় সভা
চাঁদপুর-৩ আসনে তোফায়েল আহমদকে প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস কুমিল্লা জোনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় সংসদের সম্ভাব্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
|আরো খবর
এ সভায় চাঁদপুর সদর ও হাইমচর (চাঁদপুর-৩) আসনে খেলাফত মজলিসের পক্ষ থেকে জেলা সভাপতি আলহাজ্ব তোফায়েল আহমদকে জাতীয় সংসদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কাৰ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আমীরে মজলিস আল্লামা আব্দুল বাছিত আজাদ। সভায় নেতৃবৃন্দ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামপন্থীদের জন্যে একটি বড়ো চ্যালেঞ্জ ও সম্ভাবনার দরজা। আদর্শ, সততা ও আল্লাহভীতির মিশ্রণে গড়া নেতৃত্বই দেশের সংকটময় পরিস্থিতিতে আশার আলো দেখাতে পারে। চাঁদপুর-৩ আসনের প্রার্থী তোফায়েল আহমদ একজন বর্ষীয়ান সংগঠক ও দ্বীনের দাঈ হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে খেলাফত মজলিসের সাথে যুক্ত থেকে আদর্শিক রাজনীতির ধারা অব্যাহত রেখেছেন। স্থানীয় শিক্ষা, মানবসেবা, দাওয়াত ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে রয়েছে তাঁর অগ্রণী ভূমিকা।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আহমদ আব্দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, কুমিল্লা জোনের সকল সম্ভাব্য প্রার্থীর নির্বাচনী এলাকা পরিদর্শন, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির নির্দেশনা দেয়া হবে।
প্রার্থী ঘোষণার পর তোফায়েল আহমদ বলেন, আমি আল্লাহর ওপর ভরসা করে এবং দলের সিদ্ধান্তে শতভাগ আস্থাশীল থেকে নির্বাচনী মাঠে নামছি। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ চাঁদপুর-৩ আসনে ইসলাম, ইনসাফ ও উন্নয়নের একটি ব্যতিক্রমী ধারা উপহার দিতে পারবো।
সভাশেষে খেলাফত মজলিসের জোন পর্যায়ের নেতৃবৃন্দ সকল প্রার্থী ও সাংগঠনিক দায়িত্বশীলদের জন্যে দোয়া করেন এবং নিরপেক্ষ ও নীতিনিষ্ঠ নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে দলীয়ভাবে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।