প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ২১:১১
কচুর লতি তুলতে গিয়ে সাপের দংশনে বৃদ্ধার মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুরে কচুর লতি তুলতে গিয়ে সাপের দংশনে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মনোয়ারা বেগম (৭০)। তিনি সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
|আরো খবর
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই ২০২৫) সকাল ৮টার দিকে মনোয়ারা বেগম বাড়ির পাশের কবরস্থান সংলগ্ন একটি জমিতে কচুর লতি তুলছিলেন। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। বিষয়টি তিনি দ্রুত বাড়িতে এসে সন্তানদের জানান। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোয়ারা বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সচেতনতা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
চাঁদপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানানো হয়, সাপে দংশনের পর দ্রুত চিকিৎসা নেওয়া না গেলে প্রাণহানির আশঙ্কা অনেক বেশি। তাই এ ধরনের ঘটনায় সাথে সাথে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো এবং প্রাথমিকভাবে সাপের দংশন নিয়ে করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।