সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জুন ২০২৫, ২০:০৮

মতলবে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মতলবে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রেদওয়ান আহমেদ জাকির

মতলব-কচুয়া সড়কের নিন্দপুর এলাকায় সোমবার (২ জুন ২০২৫) সকাল ৮ টায় সড়ক দুর্ঘটনায় রিয়াদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামে। তিনি ওই গ্রামের মোল্লা বাড়ির কবির মোল্লার বড়ো ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৮ টায় রিয়াদ তার বাড়ির সামনে থেকে ইট বহনকারী একটি ট্রাকে উঠে তার বন্ধুদের সাথে। ট্রাকটির ড্রাইভার ছিলো তার বন্ধু। ইট বহনকারী ট্রাকটি পার্শ্ববর্তী কচুয়া উপজেলার নিন্দপুর ব্রীজ সংলগ্ন শিকদার চেয়ারম্যানের বাড়ির কাছের রাস্তায় এসে এক নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়। ড্রাইভারসহ দুই বন্ধু লাফ দিয়ে কোনো মতে নিজেদের জীবন রক্ষা করতে পারলেও রিয়াদ ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়