প্রকাশ : ১৭ মে ২০২৫, ২২:১১
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায়
তিন শতাধিক রোগীকে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরের চিকিৎসা সহযোগিতায় ও চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানিপড়া রোগীদের অপারেশনের ব্যবস্থা করিয়ে দেয়া হয়েছে। চিকিৎসা কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের ৩টি কক্ষে চলমান ছিলো। চিকিৎসা ক্যাম্পে সেবাপ্রাপ্ত রোগীদের সংখ্যা ছিলো ৩০০ জন। এর মধ্যে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় ২০০ জনকে, চশমা প্রদান করা হয় ৩৫ জনকে এবং ৬৫ জন ছানিপড়া রোগীকে ফ্রি অপারেশনের জন্য বাছাই করা হয়, যা পর্যায়ক্রমে বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন করিয়ে দেয়া হবে।
|আরো খবর
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রো. কাজী আজিজুল হাকিমের সভাপতিত্বে ও সচিব রো. ওবায়েদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন ও রোগীদের উদ্দেশ্যে পরামর্শমূলক কথা বলাসহ চিকিৎসাসেবা প্রদান করেন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. তাওহীদুল হক মাহফুজ, প্রোগ্রাম অফিসার মো. আল-আমিন, ওটি ইনচার্জ মো. মনির হোসেন, রিফ্রেশনিস্ট মো. নাসির হোসেন, অফথ্যালমিক প্যারামেডিক তাওহীদ শুভ, মাজহারুল ইসলাম, সহযোগী স্টাফ মো. ফয়সাল আহমেদ ও মিলন সরদার। তারা বলেন, চোখ মানুষের জীবনের অমূল্য জিনিস। চোখের মাধ্যমে আমরা এই সুন্দর পৃথিবীকে দেখতে পাই। এটিকে যত্নে রাখতে হয়। আজ আমরা এখানে এসেছি আপনাদের সহযোগিতা প্রদানের জন্যে। আপনারা সব সময় চোখের যত্ন নেবেন। রোটার্যাক্টররা বলেন, রোটার্যাক্টরদের উদ্দেশ্যে হচ্ছে বন্ধুত্বের মাধ্যমে সেবা। আপনাদের আজ আমরা সেই সেবাটুকুই দিতেই এসেছি। আমাদের জন্যে দোয়া করবেন, যাতে আমরা আরো ভালো কাজের সাক্ষী হতে পারি।
এ সময় রোটার্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি, অতিরিক্ত জেলা প্রতিনিধি ও রিপসা রোটার্যাক্ট কমিটির সদস্য রো. আল-আমিন, সাবেক সভাপতি রো. রেজাউল ইসলাম রকি, আইপিপি রো. নাজমুর নাহার, প্রেসিডেন্ট ইলেক্ট রো. আফজাল কাজী, সহ-সভাপতি রো. ব্যভিন্টন দাশ কিরণ, বুলেটিন এডিটর রো. শান্তা আক্তার, সার্জেন্ট অ্যাট আর্মস রো. তাইয়্যেব হোসেন, সদস্য নূরে আলম নিরব, রুবেল হোসেন।