প্রকাশ : ১৭ মে ২০২৫, ২০:৫৩
ঢাকায় যুব ঐক্য পরিষদের বর্ধিত সভায় চাঁদপুরের নেতৃবৃন্দের অংশগ্রহণ

চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সাংবাদিক অমরেশ দত্ত জয় বলেছেন, যুবকরা সমাজের শক্তি এবং ভঙ্গুর সমাজ বিনির্মাণের রূপকার। তাই যুবকদের স্বাধীনচেতা হওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ববান চরিত্রেরও হতে হবে। শুক্রবার (১৬ মে ২০২৫) দুপুরে ঢাকায় বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পরিচিতি সভা ও বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
|আরো খবর
অমরেশ দত্ত জয় বলেন, সমাজের আলোর বাহক যুবকরাই। তাদের কাঁধে ভর করেই অন্যরা নানামুখী দায়িত্বশীল ভূমিকায় কাজ করে। তাই যুবকদের চোখেমুখে কোনো হতাশা যাতে না থাকে সে দায়িত্ব রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। আর সেটা বাস্তবায়নে সংগঠনকেও ভূমিকা নিতে হবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় যুবকদের করণীয় সম্পর্কে অমরেশ দত্ত জয় বলেন, আমাদের মেধার যত্ন নিজেদেরকেই নিতে হবে। সেই সাথে যেসব জেলাসহ ইউনিটে ঐক্য পরিষদের মূল কমিটির দায়িত্বশীলরা সাংগঠনিকভাবে দুর্বল এবং পিছিয়ে রয়েছে, সেখানে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা হিসেবে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ও উদ্যমী মানবিকদের কাজ করার সাংগঠনিক দায়িত্ব দেয়া হোক। এক্ষেত্রে যুব ঐক্য পরিষদ তাদের ভ্যানগার্ড হিসেবে রাজপথসহ সর্বত্র পাশে থাকবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহার সভাপতিত্বে ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদসহ ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। পরে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা করায় চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, মতলব যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য, সদস্য সচিব চন্দন বিশ্বাস, হাইমচর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধিকারী সুমন, ফরিদগঞ্জ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গণেশ লোধসহ অন্যরা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।