মঙ্গলবার, ১৩ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৮:৩৯

চাঁদপুরে জিপিএইচ ইস্পাতের 'মিট দ্যা হোমওনার্স' শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জিপিএইচ ইস্পাতের 'মিট দ্যা হোমওনার্স' শীর্ষক মতবিনিময় সভা

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে চাঁদপুরে অনুষ্ঠিত হলো 'মিট দ্যা হোমওনার্স' শীর্ষক মতবিনিময় সভা। সোমবার (১২ মে ২০২৫) রাতে চাঁদপুর প্রেসক্লাবের হল রুমে বাড়ির মালিকদের সাথে আয়োজিত এ মতবিনিময় সভায় চাঁদপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের বাড়ির মালিক ও ডেভেলপারগণ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন

জিপিএইচ ইস্পাত লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলমাস শিমুল।

তিনি দেশের অবকাঠামো নির্মাণে বাড়ির মালিক ও ডেভেলপারদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “মানসম্পন্ন পণ্য তৈরির জন্যে প্রয়োজন ভাল কাঁচামাল, দক্ষ জনশক্তি ও সর্বাধুনিক টেকনোলজি। এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে জিপিএইচ ইস্পাত স্থাপন করেছে ইস্পাত তৈরির জন্যে ইতিহাসে সবচেয়ে আধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস সমৃদ্ধ ইস্পাত ফ্যাক্টরী।"

সভায় অতিথিবৃন্দ এবং আগত বাড়ির মালিক ও ডেভেলপারদেরকে ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাতের চাঁদপুরের এক্সক্লুসিভ ডিলার আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিভিশনাল সেলস্ হেড মো. মাজেদুর রহমান, রিজিওনাল হেড মো. সোহেল রানা। 'কী নোট স্পিকার' হিসেবে বক্তব্য প্রদান করেন জিপিএইচ ইস্পাতের কারিগরি সহায়তা বিভাগের ম্যানেজার প্রকৌশলী পার্থ কর্মকার। দৃঢ় ও মজবুত কাঠামো নির্মাণে মানসম্পন্ন স্টিল ও কংক্রিট ব্যবহারের গুরুত্ব ও টেকসই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বাড়ির মালিকদেরকে যে বিষয়গুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া আবশ্যক সে বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলমাস শিমুলের ছেলে কানাডা প্রবাসী সায়মান সাদিক পিয়াল। এর আগে একইস্থানে চাঁদপুরের ঠিকাদারদের নিয়ে দিন্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়