মঙ্গলবার, ১৩ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১২ মে ২০২৫, ২০:৪৭

অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা হাজী আবুল ডাক্তারের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার।।
অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা হাজী আবুল ডাক্তারের দাফন সম্পন্ন
অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা আবুল হোসেন ওরফে আবুল ডাক্তারের জানাজার নামাজের দৃশ্য। ইনসেটে মরহুমের ফাইল ছবি।

চাঁদপুর জেলা বারের আইনজীবী হাবিবুর রহমান লিটু ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা আতিকুর রহমানের পিতা, চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব জাফরাবাদ সাম গাজী বাড়ি নিবাসী আলহাজ্ব আবুল হোসেন গাজী (৭৯) ওরফে হাজী আবুল ডাক্তার রোববার (১১ মে ২০২৫) রাত সোয়া ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবত বুকের ব্যথাজনিত রোগে ভুগছিলেন। গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়েছিল। তিনি চার ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১২ মে ২০২৫) বাদ জেহর পুরাণবাজার পূর্ব জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আবু নাসের।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র আইনজীবীগণ ও এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান জানাজার নামাজে অংশ নেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহছান হাবীব, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড.জসীম উদ্দিন মেহেদী হাসান, মরহুমের ছেলে অ্যাড. হাবিবুর রহমান লিটু ও আজিজুর রহমান খোকা।

মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়