প্রকাশ : ১১ মে ২০২৫, ২৩:২৩
জেলা জামায়াতের কর্মী শিক্ষা শিবির

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১মে ২০২৫) সকাল থেকে চাঁদপুর আল আমিন একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চল টিমের সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল।
আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ পাটওয়ারী, শহর জামায়াতের সেক্রেটারী বেলায়েত হোসেন শেখসহ অন্য নেতৃবৃন্দ।
ক্যাপশন:
জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।