প্রকাশ : ০৮ মে ২০২৫, ২২:১৯
কুমিল্লায় ম্যাডাম ব্লাভাটস্কির জীবনাদর্শের ওপর আলোচনা ও শ্বেত সরোজ দিবস পালিত

‘সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই’ এই শ্লোগান সামনে রেখে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) কুমিল্লা কান্দিরপাড় লাকসাম রোডস্থ দেশপ্রিয় কনভেনশন হলে দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজ-এর আয়োজনে ম্যাডাম ব্লাভাটস্কির জীবনাদর্শের ওপর আলোচনা ও শ্বেত সরোজ দিবস উদযাপিত হয়েছে।
|আরো খবর
অনুষ্ঠানে দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজ-এর আহ্বায়ক অধ্যক্ষ তাপস কুমার বকসীর সভাপতিত্বে ও সদস্য সচিব চন্দন দামেসরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, অধ্যক্ষ শফিকুর রহমান, সাংবাদিক আবুল হাসনাত বাবুল, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, অধ্যাপক নিখিল চন্দ্র রায়, অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাশ, অধ্যাপক রাহুল তারণ পিন্টু, আবৃত্তি সংগঠক কাজী মাহতাব সুমন, বাচিক শিল্পী রুবেল কুদ্দুস, কবি অমৃত লাল দত্ত, সাংবাদিক ওমর ফারুকী তাপস ও ধর্মতত্ত্ব গবেষক আনিসুর রহমান অপু ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠক খায়রুল আজিম শিমুল, গণমাধ্যম কর্মী খায়রুল আহসান মানিক, অভিজিৎ সিংহা মিঠু, শব্দার্থ সংস্কৃতির খোলা চত্ত্বরের পরিচালক বিপ্লব সাহা, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ, সাংস্কৃতিক সংগঠক কমল চন্দ খোকন, রুবেল কুদ্দুস, খালিদ বিন নজরুল, অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার, গণমাধ্যম কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইমরুল, মো. নুরুল আলম ও শ্যামল বড়ুয়া ববিসহ আরো অনেকে।
সভায় ম্যাডাম ব্লাভাটস্কির জীবনের নানাদিক তুলে ধরে বক্তারা একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে এগিয়ে আসার জন্যে সকলের প্রতি আহ্বান জানান এবং আগামী ২৬ মে কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।