প্রকাশ : ০৮ মে ২০২৫, ২২:০৩
পুরাণবাজারের বিজলী মেশিনারিজের মালিকের ইন্তেকাল

চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ রোডের বিশিষ্ট ব্যবসায়ী, বিজলী মেশিনারিজের মালিক স্টেডিয়াম রোডস্থ 'ফুলেল' নিবাসী মো. শফিকুর রহমান বেপারী আর বেঁচে নেই।
|আরো খবর
বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।
তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ শুক্রবার (৯ মে ২০২৫) বাদ জুমা চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি বাঘড়া বাজার বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকল মুসলমান ভাইকে জানাজায় শরীক হয়ে মরহুমের মাগফিরাতের জন্যে দোয়া চেয়েছেন মরহুম শফিক বেপারীর ভাতিজা পৌর বিএনপি নেতা মমিনুল ইসলাম টিটু।