বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২০:৫৯

চাঁদপুর-৪ আসন নিয়ে সংবাদ সম্মেলনে বিকল্প প্রার্থী ঘোষণার দাবি এনডিপির

ফরিদগঞ্জ ব্যুরো।।
চাঁদপুর-৪ আসন নিয়ে সংবাদ সম্মেলনে বিকল্প প্রার্থী ঘোষণার দাবি এনডিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে বিএনপি ও সমমনা জোটের ইমেজ ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

|আরো খবর

বুধবার (৫ নভেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান মিজানুর রহমান পাটওয়ারী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন, হামলা, মামলা ও দমন-পীড়নের মধ্যেও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) বিএনপির পাশে থেকে রাজপথে সংগ্রাম করেছে। আমাদের নেতা-কর্মীরা বারবার গ্রেফতার, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন, তবুও আমরা কখনো জোট রাজনীতি থেকে সরে আসিনি। এনডিপি সবসময় বিএনপির সুখে-দুঃখে পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে--এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।

তিনি বলেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ফরিদগঞ্জে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই আসনে সাবেক এমপি লায়ন হারুনকে মনোনয়ন দেয়ায় অপর মনোনয়ন প্রত্যাশী এমএ হান্নানের অনুসারীরা ফরিদগঞ্জে ভাংচুর, সড়ক অবরোধ, সম্পত্তি নষ্ট এবং সাধারণ মানুষের চলাফেরায় বাধা সৃষ্টি করছেন। এ ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিক নয়, এটি ফরিদগঞ্জের ঐতিহ্য ও সামাজিক সৌহার্দ্যকে ধ্বংস করছে। আমরা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সহিংস কর্মকাণ্ডের জন্যে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

একই সাথে এ অবস্থা থেকে মুক্তি পেতে তিনি বিকল্প প্রস্তাব তুলে ধরেন সংবাদ সম্মেলনে। তিনি বলেন, বিএনপি ও সমমনা জোটের অবস্থান দৃঢ় করতে ওই প্রার্থীর পরিবর্তে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহেরকে অথবা ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজাম্মেলকে জোটের বা দলীয় প্রার্থী ঘোষণা করা উচিত। এতে বিএনপির মধ্যে দ্বন্দ্বের অবসান হবে এবং এ আসনটি তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে বিজয় এনে দেবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনডিপির চাঁদপুর জেলা যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাসুদ, জেলা সদস্য আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ থানার সভাপতি মো. আবু বকর প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়