প্রকাশ : ০৫ মে ২০২৫, ২০:২৮
মোলহেডে আর কোনো হকার নয় : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, নদীবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা শহরের একমাত্র পর্যটন এলাকা রেলওয়ে বড় স্টেশন মোলহেড। এই 'মোলহেডে আর কোনো হকার নয়'।
|আরো খবর
সোমবার বেলা ১২টার সময় (৫ মে ২০২৫) সে এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের পর মোলহেড এলাকা পরিদর্শনকালে সেখানকার মানুষদের এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক এই কথা বলেন।
এ সময় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া, রেলওয়ে স্টেশন মাস্টার মারুফ আহমেদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক আরো বলেন, এই এলাকাটি দর্শনীয় স্থানে পরিণত করার জন্যে স্থানীয় ও বাইরের পর্যটকদের সুবিধায় নানাবিধ পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।