প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৯:২৯
রমজানে নিত্যপণ্য মূল্য সহনশীল রাখতে ফরিদগঞ্জে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের বৈঠক

পবিত্র মাহে রমজানে নিত্যপণ্য মূল্য সহনশীল রাখতে, সড়ক যানজটমুক্তকরণে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (৮ মার্চ ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সুলাতানা রজিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, জেলা মার্কেটিং অফিসার , ফরিদগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হায়দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ব্যবসায়ী শহীদ বেপারী প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, সরকারিভাবে আমরা বাজারের নিত্যপণ্যের যে মূল্য তালিকা পাচ্ছি, তা আমরা দ্রুত সরবরাহ করার চেষ্টা করছি। তবে এ ব্যাপারে ব্যবাসায়ীদের অতি মুনাফার চিন্তা বাদ দিতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে নিত্যপণ্য কিনতে পারে সেজন্যে তাদের আরো ভূমিকা নিতে হবে। প্রতিটি নিত্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য মূল্যের তালিকা প্রদর্শন বাধ্যতামূলক। মাংস, ডিম, তেল, কাঁচা বাজারের মূল্যে কোনো নয়ছয় করা যাবে না। নির্ধারিত মূল্যেই বিক্রি করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয়, বাজারে জনসাধারণের চলাচলের জন্যে ফুটপাতে বা রাস্তার ওপর কোনো দোকানপাট বসতে পারবে না। এ ব্যাপারে ব্যবসায়ী কমিটি ও ইজারাদাররা ভূমিকা রাখবেন। যানজট নিরসনে পৌরসভা, বাজার ব্যবসায়ী কমিটি , থানা পুলিশ যৌথভাবে একটি টিম তৈরি করে ঈদ পর্যন্ত কাজ করবে।