প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২১:৩১
বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বুধবার (১২ নভেম্বর ২০২৫) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে এক আবেগপূর্ণ পরিবেশে চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের ডিডিসহ মুক্তিযোদ্ধা সংসদের জেলার বিভিন্ন উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিবগণ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চাঁদপুর জেলা কমান্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মো. শাহ আলম, সদস্য সচিব মো. জাকির হোসেনসহ বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী হাসেমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযোদ্ধাদের সাথে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সঠিক ইতিহাস তুলে ধরার জন্যে অনুরোধ করেন।
বিশেষ অতিথি ও বীর মুক্তিযোদ্ধাদের আবেগঘন বক্তব্যে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চাঁদপুর জেলার পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়।







