প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২৩:১০
যুব ও কিশোরদের ক্রীড়ামুখী করতে হবে
-----সেটু কুমার বড়ুয়া

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেছেন, যুব সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে আমরা উপজেলা পরিষদের উদ্যোগে ও ক্রীড়া সংস্থার সহায়তায় উপজেলার সর্বত্র যেসব ক্রীড়া সংগঠন রয়েছে, তাদের সহযোগিতার হাত বাড়ানোর উদ্যোগ নিয়েছি। যাতে এসব সংগঠন তাদের ক্রীড়া কার্যক্রমকে আরও বেগবান করতে পারে। কারণ মাদকের ভয়াবহতা সর্বত্র মারাত্মকভাবে গ্রাস করছে। এর থেকে শিশু কিশোর থেকে বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। মাদকসেবীর সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে অপরাধ প্রবণতা। এর থেকে এই সমাজকে বেরিয়ে নিয়ে আসার উৎকৃষ্ট উপায় হলো ক্রীড়া। যুব ও কিশোরদের মাঠে নেয়া তথা ক্রীড়ামুখী করতে হবে। তাহলে রক্ষা পাবে আমাদের সামাজিক অবক্ষয়। সেই ধারণা থেকে আমরা প্রাথমিকভাবে উপজেলার কিছু ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী প্রদান করছি। তবে এই ধারা অব্যাহত থাকবে। আমরা ক্রীড়া সংস্থাকে আরও গতিশীল করতে কাজ শুরু করেছি। তাদের জন্য একটি ঠিকানার ব্যবস্থা করা, যাতে অফিসে বসেই ক্রীড়া সংস্থার সদস্যরা উপজেলার ক্রীড়াঙ্গনকে আরো জোরদার করতে পারেন। আমরা সর্বশেষ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের রানারআপ হয়েছি। ভবিষ্যতে যেন চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলাকেও এগিয়ে নিতে হবে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৪টি ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী প্রদানকালে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুন্নবী নোমান, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন সজিব ও সাদ্দাম হোসেন। পরে অতিথিবৃন্দ ১৪টি সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।








