বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২১:৪০

জীবনদীপে'র পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক প্রদান

বাদল মজুমদার।।
জীবনদীপে'র পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক প্রদান

'

চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে মানবিক সংগঠন 'জীবনদীপ'। তাঁর হাতে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ে জীবনদীপের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সদস্য অ্যাড. মনোয়ার, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, বাসুদেব মজুমদার, তপন সরকার, প্রশান্ত সেন, প্রবাস সাহা, মৃদুল দাস, নির্মল রায়, গৌতম রায় সহ সংগঠনের অন্যান্য সদস্য বিদায়ী জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা চাঁদপুর জেলার উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা ও মানবিক কর্মকাণ্ডে জেলা প্রশাসকের অবদানের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

'জীবনদীপে'র প্রতিনিধিরা বলেন, “চাঁদপুরে দায়িত্ব পালনকালে মোহাম্মদ মোহসীন উদ্দিন জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতা চাঁদপুরবাসীর মনে স্থায়ী ছাপ রেখেছে।"

শুভেচ্ছা স্মারক গ্রহণ করে বিদায়ী জেলা প্রশাসক বলেন, 'জীবনদীপ' নাম খুবই সুন্দর একটি নাম। জীবনদীপের মতো সংগঠনগুলো সমাজের কল্যাণে যে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।

জীবন দীপের পক্ষ থেকে জেলা প্রশাসকের আগামীর দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়