প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২২:০৪
জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল
ভোজ্যতেল নিয়ে সমস্যার বিষয়টি পরিবেশকদের ওপর নির্ভর করছে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ ২০২৫) চেয়ারম্যানঘাটস্থ একটি কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, আপনারা পরিবেশক, আপনারাই এই সমাজের সকল খাদ্যের সাপ্লায়ার। এ বিষয়ে আমরা ভালো বুঝি, কিন্তু দেশের সাধারণ মানুষ বুঝে না। আর ভোক্তা পর্যায়ে কারা পণ্য পৌঁছায়? তারা হলো খুচরা বিক্রেতা। আপনারা জানেন ভোজ্যতেল নিয়ে বর্তমানে একটু সমস্যা হচ্ছে। আর সেটা আপনাদের ওপর নির্ভর করছে। খুচরা বিক্রেতারা বলছে, তেল মজুদ ও সাপ্লাইয়ের বিষয়ে পরিবেশকগণ ভালো জানেন। তাদের কাছে সব পাওয়া যায়।
তিনি আরো বলেন, আপনারা ভোক্তা আইন বিষয়ে অবশ্যই ভালোভাবে জানেন। কোনো ধরনের অনিয়ম বা কোনো প্রতিষ্ঠানের জালিয়াতি পেলে আমরা দণ্ডনীয় অপরাধের দায়ে দায়ী করি। আশা করি আপনারা এ বিষয়ে অনেকটাই চাঁদপুরবাসীকে সহায়তা করবেন। কোনোভাবেই ভোজ্যতেল মজুদ করে রাখা যাবে না।
তিনি বলেন, চাঁদপুরের পরিবেশ সুন্দর রাখতে পরিবেশকগণ তাদের নীতির ওপর ব্যবসা বহাল রাখবেন এটাই আমরা চাই। সমাজে আপনাদের একটা সম্মান রয়েছে। আপনারা কোনোভাবেই মজুদদারের ওপর নির্ভর করবেন না। অবশ্যই সকল খাদ্যপণ্য ভোক্তার নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন।
চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম জগলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম জামাল সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি ও পরিবেশক সমিতির উপদেষ্টা তমাল কুমার ঘোষ, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া, পরিবেশক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, আশরাফুল আরিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ খান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা মার্কেটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম ফরহাদ হোসেন টিটু প্রমুখ। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদ ভূঁইয়া, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন পাটওয়ারী, কুমিল্লা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শোয়েব, চাঁদপুর এভারগ্রীন ক্লাবের যুগ্ম মহাসচিব আলমগীর মিয়াজী, চাঁদপুর ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যরা।