মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২১:৪৯

ইফতারপূর্ব আলোচনায় বিএনপি নেতা মোস্তফা খান সফরী

কুচক্রী মহলের অপচেষ্টা রোধে দলের সকলকে সুদৃঢ় ঐক্য বজায় রাখতে হবে

কুচক্রী মহলের অপচেষ্টা রোধে দলের  সকলকে সুদৃঢ় ঐক্য বজায়  রাখতে হবে
গোলাম মোস্তফা

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, দেশ এবং জনগণের একমাত্র আস্থার রাজনৈতিক দল হিসেবে বিএনপিই একমাত্র জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাই দেশের জনগণ ক্ষমতায় দলটিকে দেখতে চাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে দেশের জনগণের কল্যাণের কথা উল্লেখ রয়েছে। এজন্যে দেশের জনগণ চাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি জয়ী হবে। সে ভয়ে কুচক্রী মহল আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। চলমান পরিস্থিতিতে বিএনপির সকল স্তরে নেতা-কর্মীদের প্রতি আহ্বান থাকবে, এ অবস্থায় সকলকে সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ।

তিনি ইফতারপূর্ব আলোচনায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে সকলের নিকট দোয়া চান।

মোস্তফা খান সফরীর চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সৌজন্যে আয়োজিত ইফতার ও আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

সাবেক যুবদল নেতা মো. শাহাদাত খানের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাড. আশরাফুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুজ্জামান হাসানাত, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খান মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন বেপারী, মতলবের বিএনপি নেতা মো. মোস্তফা গাজী, মুজাহিদুল ইসলাম কিরণ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়