প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২০:৪০
হাতেনাতে চোর ধরে পুলিশে দিলো এলাকাবাসী

চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার চিহ্নিত চোর হাবিব বেপারী (২১)কে হাতেনাতে আটক করে পুলিশে তুলে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (৭ মার্চ ২০২৫) সকালে ওই এলাকার একজন বীমা কর্মকর্তার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে সে। পরে ৯৯৯ নম্বরে খবর দিলে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মামুন হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে চোর হাবিবকে আটক করে থানায় নিয়ে আসেন।
এলাকাবাসীর অভিযোগ, এই চোর দীর্ঘদিন ধরে এলাকায় বৈদ্যুতিক তার, ছাগল, মোরগ, কবুতর এবং বাসাবাড়ির বিভিন্ন জিনিস চুরি করে আসছিলো। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ।
আটক হাবিব বেপারী দক্ষিণ বিষ্ণুদী বেপারী বাড়ির রহিম বেপারী ও মনোয়ারা বেগমের ছেলে।
সদর মডেল থানার এএসআই মামুন হোসাইন জানান, হাবিব এলাকার চিহ্নিত চোর, এলাকাবাসী অনেকেই এটা জানিয়েছে। শাহ মো. সেলিম নামে এক ভদ্রলোকের বাড়ি থেকে কবুতর চুরি করে নিয়ে যায় সে। আটক হাবিবের কাছ থেকে সেই কবুতর উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী তাকে ধরে পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, আমরা ধৃত চোরকে থানায় নিয়ে এসেছি। ওই এলাকায় চুরির অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওসি সাহেবের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
চোর হাবিব আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে। দীর্ঘদিন যাবত হাবিবসহ একটি চোর চক্র এলাকা থেকে বিভিন্ন মানুষের বাসার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যেতো। এমনকি জানালার লক কেটে মোবাইল চুরি করে নেয়।