প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২০:৩২
বাকিলাতে কেন্দ্রীয় ঈদগাহ স্থাপনের সিদ্ধান্ত

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বাকিলা বাজারে কেন্দ্রীয়ভাবে একক ঈদগাহ স্থাপনে একমত পোষণ করেছে স্থানীয় ৮টি মসজিদের কমিটি, ইমামগণ, ব্যবসায়ী ও মুসল্লিগণ। স্থানীয়ভাবে এ সকল মসজিদে ভিন্নভাবে ঈদের জামাত অনুষ্ঠিত না হয়ে একটি স্থানে ঈদ জামাত স্থাপনে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন স্থানটি নির্ধারণ করা হয়েছে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠ। যার নামকরণ করা হয়েছে 'বাকিলা বাজার কেন্দ্রীয় ঈদগাহ'।
শুক্রবার (৭ মার্চ ২০২৫) বাদ আসর বাকিলা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেছেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। সভায় বাকিলা, খলাপাড়া, সন্না গ্রামের ৮টি মসজিদের মুসল্লিগণ নতুন ঈদগাহে দুই ঈদের জামাতে নামাজ আদায় করবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছা হয়।
সভায় বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের, মাওলানা নাজির আহমদ, বাকিলা বাজার জিলানী মসজিদের ইমাম মাওলানা আবু তাহের, মাওলানা রফিকুল ইসলাম, বাকিলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হোসেন, বাকিলা উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম, বাকিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম এ খালেক, বিল্লাল হোসেন মজুমদার, আবুল হোসেন মাস্টার ও মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন গাজী, হোসেন বেপারী, রিয়াজুল ইসলাম রিযাদ, মোবাশ্বের হোসেন মোল্লা, সাদ্দাম হোসেন রাজু, মোশারফ হোসেন রবিন,
সোহেল পাটোযারী, আলাউদ্দিন তরুণ, আমিনুল হক তোয়াব, খলিল বেপারী, আবু ইউসুফ বেপারীসহ শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন আরাফাত হোসেন মিয়াজী।