মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২০:৩০

দোকান দখলের পাঁয়তারা

ফরিদগঞ্জের চান্দ্রাবাজারে মুক্তিযোদ্ধার দোকানে হামলা

অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রাবাজারে একজন বীর মুক্তিযোদ্ধার দোকান থেকে ভাড়াটিয়াকে জোরপূর্বক বের করে দোকানটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে স্থানীয় এক ব্যক্তি। ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবার এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক ও ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সরখাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের একটি দোকানঘর রয়েছে ১নং বালিথুবা পশ্চিম ইনিয়নের চান্দ্রা বাজারে। সাড়ে নয় ফুট প্রস্থ ও ১৮ ফুট দৈর্ঘ্যের এই দোকানটি .৩৯ শতাংশ জমির ওপর অবস্থিত। গত ১ ফেব্রুয়ারি স্থানীয় খাড়খাদিয়া গ্রামের আসলাম ভূঁইয়া মামুন ওরফে টিটু ঢালীর নেতৃত্বে ২০-২৫ জন লোক মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের দোকানে হামলা চালায় এবং দোকানের ভাড়াটিয়া বিজয় চন্দ্র সাহার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে দোকানে লুটতরাজ করার হুমকি দেয় এবং এক মাসের মধ্যে দোকান থেকে বের হয়ে যাওয়ার আল্টিমেটাম দেয়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন দোকান মালিক মুক্তিযোদ্ধা মজিবুর রহমান।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়েও অভিযোগ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগ ও তদন্ত সেল থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশ সুপারকে পত্র দেয়া হয়। পুলিশ সুপার কার্যালয় থেকে ফরিদগঞ্জ থানার ওসিকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে প্রতিকার পাননি বলে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের পরিবার অভিযোগ করেন।

মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের ছেলে মো. নাছির উদ্দিন এ ব্যাপারে বুধবার (৫ মার্চ ২০২৫) জেলা প্রশাসক বরাবর আরেকটি লিখিত অভিযোগ করেন। এতে তিনি জানান, বিবাদীরা তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। তাদের দোকানটি বিবাদী দখল করার পাঁয়তারা করার গভীর ষড়যন্ত্র করলে তার পিতা বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান তফসিলি ভূমির ওপর গত ২ মার্চ ২০২৫ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা মামলা (২৫৫/২০২৫) দায়ের করেন। কিন্তু বিবাদীরা ৩ মার্চ তার দলবল নিয়ে দোকান থেকে ভাড়াটিয়াকে নামিয়ে দেয় এবং দোকানে তালা মেরে দেয়। সে যে কোনো সময় দোকানটি দখল করে নিতে পারে বলে ভুক্তভোগী পরিবারটি আশঙ্কা করছে। বিবাদী আসলাম ভূঁইয়া মামুন ওরফে টিটুর কবল থেকে দোকানটি উদ্ধার ও পরিবারের নিরাপত্তার জন্যে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন অভিযোগকারী নাছির উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়