মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ২১:০২

হাজীগঞ্জে দুই খেজুর বিক্রেতাকে জরিমানা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে দুই খেজুর বিক্রেতাকে জরিমানা
হাজীগঞ্জে খেজুরের দোকানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। ছবি: চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জে দুই খেজুর বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৫ মার্চ ২০২৫) দুপুরে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো শান্ত এন্টারপ্রাইজ ১০ হাজার টাকা ও সালমান-সাইফ এন্টারপ্রাইজ ৮ হাজার টাকা।

জানা গেছে, বস্তাকৃত খোলা খেজুর ও ৫ কেজির প্যাকেট থেকে এক কেজির প্যাকেট করে বেশি দামে বিক্রি এবং এক কেজির প্যাকেটে বিদেশী সিল থাকার অভিযোগে হাজীগঞ্জ বাজারস্থ বিভিন্ন খেজুরের পাইকারি দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানে উল্লেখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শান্ত এন্টারপ্রাইজকে নগদ ১০ হাজার টাকা ও সালমান-সাইফ এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ন্যায্যমূল্যে এবং লেভেল ছাড়া প্যাকেটে খেজুর বিক্রি করার নির্দেশনা দেন। এরপর হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে সড়ক থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানে অন্যান্য সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ক্যাপশন:

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়