প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৭:৫২
সিএনজি ও ওয়েল পাম্পের মালিক আমির হোসেন খানের ইন্তেকাল

চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আমির হোসেন খান সিএনজি ও ওয়েল পাম্পের মালিক এবং চাঁদপুর ক্লাবের আজীবন সদস্য মো. আমির হোসেন খান আর বেঁচে নেই। তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫)
|আরো খবর
রাত পৌনে নয়টায় ঢাকা সেনানিবাসে সিরাজ খালেদা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
মরহুমের জানাজার নামাজ শনিবার (১ মার্চ ২০২৫) বাদ জোহর চাঁদপুর বাস স্ট্যান্ড কবরস্থান জামে মসজিদ (গোর এ গরিবা জামে মসজিদ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে চাঁদপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।মরহুমের ভাগিনা বিএনপি নেতা রিপন খান তার ফেসবুক পেইজে মৃত্যুর খবর নিশ্চিত করেন। চাঁদপুরের পরিচিত মুখ আমির হোসেন খানের মৃত্যুতে ব্যবসায়ীসহ সকল মহলে শোকের ছায়া নেমে আসে।