প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৭:৪৪
প্রবাসী বাচ্চু মোল্লার সহায়তায় আড়াইশ' পরিবার পেলো ইফতার সামগ্রী

প্রতি বছরের ন্যায় এবারো হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের কুয়েত প্রবাসী হাছান বাচ্চু মোল্লার আর্থিক সহায়তায় আড়াইশ' পরিবার পেলো ইফতার সামগ্রী। শনিবার (১ মার্চ ২০২৫ ) সকালে প্রবাসীর নিজ বাড়িতে এই সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম পরিচালনা করেন প্রবাসীর পরিবারের সদস্য কামরুজ্জামান মোল্লা, মাসুদ মোল্লা, রাজু আহমেদ, কবির পাটোযারী, ফারুক পাটোয়ারী, মাসুদ রানা, হাসান তফতার প্রমুখ।
এলাকায় একজন দানবীর হিসিবে পরিচিত হাসান বাচ্চু মোল্লা নির্লোভ ও সজ্জন ব্যক্তি। প্রবাস জীবনের আয়ের ভালো একটা অংশ তিনি দুঃস্থ আর অসহায়দের দান করে থাকেন বলে স্থানীয়ভাবে জানা যায়। প্রতি বছর ইফতার সামগ্রী বিতরণের পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তথা বোরখাল এতিমখানা, বাখরপাড়া এতিমখানা, দক্ষিণ শ্রীপুর দরগাবাড়ি মাদ্রাসা, চাঁদপুর শহরের মুসলিম পাড়া, রাধাসার তফদার বাড়ি জামে মসজিদ, মেহের আলী হাজী বাড়ি জামে মসজিদ, মহামায়া মাদ্রাসা, দেবপুর মাদ্রাসা ও মুন্সীগঞ্জের মসজিদ- মাদ্রাসাতে নিযমিত দান করে আসছেন।