মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৮

চাঁদপুরে স্কাউট থেকে পূরবী সরকারের বদলি সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

চাঁদপুরে স্কাউট থেকে পূরবী সরকারের বদলি সহ বিভিন্ন  দাবিতে  মানববন্ধন ও স্মারকলিপি
অনলাইন ডেস্ক

বাংলাদেশ স্কাউট চাঁদপুর ও কুমিল্লা জেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক পূরবী সরকারের বদলি এবং সদর উপজেলা কাউন্সিলে নির্বাচিত কমিশনার ও সম্পাদকের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন ছাত্র সমাজ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সচেতন ছাত্ররা জানান, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে স্কাউট সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হলে সেখানে সহকারী পরিচালক পূরবী সরকারের উপস্থিতিতে 'জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপ' হট্টগোল শুরু করে। বিষয়টি জেলা কমিউনিটি পুলিশিংয়ের সম্পাদক সুফী খায়রুল আলম খোকন চাঁদপুর মডেল থানায় অবহিত করলে থানার এসআই আওলাদ হোসেন ফোর্স নিয়ে এসে তাদের হট্টগোল বন্ধ করেন। এরপর অনুষ্ঠান শেষ হয়। বিষয়টি চাঁদপুরের জেলা প্রশাসককে অবহিত করার কথা থাকলেও পূরবী সরকার নিশ্চুপ ছিলেন। উপরন্তু ৬ জানুয়ারি ২০২৫ সচেতন স্কাউট ব্যানারে জেলা প্রশাসকের কাছে স্কাউট সংস্কারমূলক প্রস্তাবনাপত্র প্রদান করেন। যার নেতৃত্বে ছিলেন এডি পূরবী সরকারসহ 'জয় বাংলা ও ওবেট মুক্ত স্কাউট গ্রুপ'-এর ইমন খান, আরিফ হোসেন, মারিয়া আক্তারসহ ১০/১১জন। যারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

৬ ফেব্রুয়ারি ২০২৫ সদর উপজেলা স্কাউট কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত সম্পাদক রেজাউল কবিরের বিরুদ্ধে ইউএনও ও এসি ল্যান্ডের উপস্থিতিতে হট্টগোল শুরু করে। এমনকি 'জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপ'-এর ২জন কাউন্সিলরের বাইরে বেশ কিছু শিক্ষার্থী নিয়ে 'মানি না মানবো না' বলে স্লোগান দেয় এবং উপজেলা মিলনায়তনের দরজার বাইরে কড়ায় দড়ি দিয়ে বাধার চেষ্টা করে উপস্থিত কাউন্সিলরদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

১৬ ফেব্রুয়ারি ২০২৫ উপজেলা স্কাউটের নির্বাচিত কমিশনার ও সম্পাদকের পদত্যাগ দাবিতে 'জয় বাংলা ও ওবেট মুক্ত স্কাউট গ্রুপ'-এর ছাত্রলীগের ইমন, আরিফ, মারিয়ার নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে। পরে কমিশনার ও সম্পাদক অপমানিত বোধ করে ইউএনও বরাবর পদত্যাগপত্র জমা দেন, যা চাঁদপুর জেলা স্কাউটের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে।

২৬ ফেব্রুয়ারি ২০২৫ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সদরের সকল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি/সম্পাদককে আলোচনায় ডাকলে সেখানে পূরবী সরকার 'জয়বাংলা ও ওবেট মুক্ত স্কাউট' গ্রুপের পৃষ্ঠপোষকতা করেন মর্মে সভাপতি/সম্পাদককে সেখানে বৈষম্য বিরোধী ব্যানারে ডেকে আনেন। এই পরিস্থিতি দেখে সেখান থেকে কয়েকজন কাউন্সিলর ও সভাপতি/সম্পাদক এর প্রতিবাদে বের হয়ে আসেন। বিষয়টি পূরবী সরকারের কাছে জানতে চাইলে তিনি নামধারী বৈষম্য বিরোধী ব্যানারে 'জয় বাংলা ও ওবেট মুক্ত স্কাউট গ্রুপ' উপস্থিত থাকতে বাধা নেই বলে জানান। সদর উপজেলা কাউন্সিলে জেলা আওয়ামী লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক (ভারতীয় নাগরিক) অজয় ভৌমিককে কীভাবে বিধি বহির্ভূতভাবে কাউন্সিলর করেন তা অনেকের কাছেই প্রশ্ন। এ বিষয়ে সহকারী পরিচালক পূরবী সরকার চাঁদপুর জেলা স্কাউটে ফ্যাসিবাদের দোসরদের আগামী জেলা কাউন্সিলে পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। তারা আরো বলেন, সহকারী পরিচালক পূরবী সরকারকে অনতিবিলম্বে চাঁদপুর থেকে বদলি করা না হলে জেলা স্কাউট কাউন্সিল সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়