বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ২০:২০

চাঁদপুরেও বিক্রি হচ্ছে ঈদের নতুন টাকা

চাঁদপুরেও বিক্রি হচ্ছে ঈদের  নতুন টাকা
অনলাইন ডেস্ক

দুনিয়ায় টাকার গন্ধই নাকি সবচেয়ে মধুময়। আর যদি সে টাকা নতুন হয়, তাহলে তো কথাই নেই। টাকার গন্ধ যে সুখ দেয়, শৈশবেই তা অনুভূত হয়। বাঙালির ঈদ আয়োজনে নতুন টাকা বাড়তি আনন্দ দেয় ।ঈদের দিন সকালে প্রিয়জনদের হাতে নতুন টাকা বিতরণ করার মজাই আলাদা। বাড়ির শিশু-কিশোররা বড়দের কাছ থেকে নতুন টাকা সংগ্রহ করতে মুখিয়ে থাকে। চলে নানা কায়দা-কৌশলেও। ঈদের দিনের সেলামিতে নতুন টাকা থাকা চাই-ই।রাজধানীতে নতুন টাকাকে কেন্দ্র করে ব্যবসা বেশ পুরোনো। তবে নতুন টাকার ব্যবসা যেন দিনকে দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করে এসব ব্যবসায়ীরা বিশেষ লাভে (বাট্টা বা কমিশন) বিক্রি করে থাকেন।রাজধানীর কেন্দ্রীয় ব্যাংকের সামনে বা গুলিস্তান মোড়ে ঈদ উপলক্ষে নতুন টাকা বেচাকেনার হাট বসে।

সেই নতুন টাকা বিক্রি এখন চাঁদপুরেও হচ্ছে। শহরতলীর বাবুরহাট মাইক্রোস্ট্যান্ডে রোজার আসন্ন ঈদ উপলক্ষে নতুন টাকা বিক্রির দোকান বসেছে।স্থানীয় ব্যবসায়ী কবির মিজি নতুন টাকা বিক্রির এই দোকান দিয়েছেন। গ্লাস করা সুকেশে থরে থরে সাজানো বিভিন্ন নোটের নতুন টাকার বান্ডিল।

দোকানি জানান, ১০০ টাকা, ৫০ টাকা ২০ টাকা, ১০ টাকার , পাঁচ টাকা,দুই টাকার নোটের বান্ডিল অল্প কমিশনে যেই টাকায় আনছি সেই টাকাই বিক্রি করছি। কবির মিজি বলেন, চাঁদপুরের মানুষকে ঢাকায় গিয়ে নতুন টাকা কিনতে না হয়। আমরা এখানে সেই টাকা বিক্রি করছি। তাতে বেশ সাড়া পাওয়া যাচ্ছে।

আসন্ন ঈদুল উল ফিতর উপলক্ষে নতুন টাকা বেচাকেনায় ধুম পড়েছে। বুধবার বিকালে বাবুরহাট বাজারে সরেজমিনে সে দৃশ্য দেখতে পাওয়া যায়। অনেকেই নতুন টাকা ক্রয় করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়