প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ২০:১৩
চান্দ্রাবাজারে যানজট নিরসনে কাজ করছেন সোহাগ গাজী মেম্বার ও গ্রাম পুলিশ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এবং জেলার সর্ববৃহৎ বাজার ঐতিহ্যবাহী চান্দ্রাবাজারের যানজট নিরেশনে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ১নং বালিথুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহাগ গাজী মেম্বার ও গ্রাম পুলিশ বাহিনী।
আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে এই মুহূর্তে জমে উঠেছে এই বাজার। তাই প্রতিনিয়ত বাজারে ক্রেতা সমাগমের বিড় বেড়ে যাচ্ছ। তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রকমের যানবাহন। প্রায় দুই হাজারের অধিক দোকান নিয়ে গঠিত ঐতিহ্যবাহী এই বাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা সমাগমে ভরপুর থাকে এ বাজার। তাই বিভিন্ন যানবাহনের সমাগমে বাজারের বিভিন্ন মোড়ে সব সময় জাম লেগে থাকতে দেখা যাচ্ছে। যার কারনে বাজারে আগন্তুক বিভিন্ন ক্রেতা বিক্রেতা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই কেতা বিক্রেতা ও আগন্তকদের সুবিধার দিক চিন্তা করে যানজট নিরেশনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সোহাগ মেম্বার ও ইউনিয়নের গ্রাম পুলিশ বাহিনী।
শনিবার হাট বারের দিন দেখা গেছে সোহাগ মেম্বারের নেতৃত্বে বাজারের কৃষি ব্যাংক রোড, কলেজ রোড, চাঁদপুর রোড, এবং বালিথুবা রোডে অটো রিকশা এবং সিএনজি সহ বিভিন্ন যানবাহন নির্দিষ্ট স্থানে রেখে যাত্রী ওঠানো ও নামানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এবং বাজারের ভেতরে অযথা কোনো গাড়ি ঢুকাতে বারণ করা হচ্ছে। এবং বাজারের ভেতরে যাত্রী উঠাতে দাঁড়ানো থাকা গাড়িগুলোকে বের করে দেওয়া হচ্ছে। এবং নির্দেশিত সময়ের মধ্যে বাজারের ভেতরে অযথা গাড়ি ঢুকালে এবং বাজারের প্রধান প্রধান গলিগুলোতে গালি রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
৫ নং ওয়ার্ড খাঁড় খাদিয়া গ্রামের মেম্বার সোহাগ গাজীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাজারে আসা বিভিন্ন ক্রেতা বিক্রেতা ও সুধী সমাজ।
বিষয়টি নিয়ে সোহাগ গাজী মেম্বার বলেন; চান্দ্রা বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এবং বাজারটি জেলার সর্ববৃহৎ বাজার হলেও বাজারে যানজট নিরসনে এবং বাজারের ভেতরে বিভিন্ন মোড়ে সব সময় যে যানজট লেগে থাকে তা নিরসনে প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা নেওয়া হয় না। এছাড়া বাজারটিতে প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে কোনরকম কমিটি না থাকায় নিয়ম-কানুনকে তোয়াক্কা না করে বাজারের ভেতরে এবং বাজারের মূল পয়েন্টগুলোতে এলো পাতাড়ি ভাবে গাড়ি রেখে যানজট লেগে থাকতে দেখি। তাই অনেকের পরামর্শে যানজট নিরসনে এই উদ্যোগ নিয়েছি। বাজারের যানজট নিরসনে সোহাগ গাজীর এই উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।