বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:০২

চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
অনলাইন ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছেন জেলা প্রশাসন। ১৬ই ডিসেম্বর শনিবার বেলা বারোটার সময় চাঁদপুর স্টেডিয়ামে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। প্রায় আড়াই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধার পরে মুক্তিযোদ্ধাদের হাতে ফুল ও উপহার তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আর ডিসি) শেখ এহসান উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার, সাবেক জেলা কমান্ডার সাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করে নেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়