বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১৯:০৯

বালিয়া দাস বাড়িতে মিললো বিরল প্রজাতির কচ্ছপ

বালিয়া দাস বাড়িতে  মিললো বিরল প্রজাতির কচ্ছপ
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের দাস বাড়ি থেকে বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে কচ্ছপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,মাটির গর্তের ভিতর থেকে বিরাট আকৃতির কচ্ছপটি দেখতে পেয়ে তা বেঁধে রাখে বাড়ির লোকজন। খবর পেয়ে এলাকার শত শত লোক কচ্ছপটি দেখার জন্য বালিয়ার দাস বাড়িতে জড়ো হন।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশও সেখানে যায়।সেটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা যায়।

বিকেল পর্যন্ত কচ্ছপটি ওই বাড়িতেই ছিল। বিরল এই কচ্ছপের আনুমানিক ওজন হবে প্রায় ৪০-৫০ কেজি।এত বড় কচ্ছপ গ্রামবাসী এর আগে কখনোই দেখেনি বলে জানায় গ্রামবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়