বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১৯:৪৮

চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২৯তম চার্টার দিবস পালন

অনলাইন ডেস্ক
চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের ২৯তম চার্টার দিবস পালন

চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর ২৯তম চার্টার দিবস পালিত হয়েছে। ৩১ অক্টোবর মঙ্গলবার বিকেলে চাঁদপুর রোটারী ভবনের নূরুর রহমান কনফারেন্স হলে দিবসটি পালন করা হয়েছে। এইদিন সকল সদস্যদের উপস্থিতিতে কেক কেটে দিনটিকে স্মরণী করা হয়।

ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) রোঃ আফসানা আক্তার তন্নির সভাপ্রধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন, আরএফএসএম ও জয়েন্ট সেক্রেটারী রোটাঃ শাহিন আক্তার প্রমুখ। প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ ইমরুল কায়েসের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ শাহীন আক্তার, চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রোঃ সৈকত পাল, রোঃ সুদীপ সরকার, রোঃ কুলদীপ মালাকার, আইপিপি শিশির সাহা। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন ক্লাব সচিব (ভারপ্রাপ্ত) রোঃ রুপক সাহা। অনুষ্ঠানের ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়